HighlightNewsরাজ্য

রামনবমী হিংসা মামলায় এনআইএ তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক: রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার ঘটনায় গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়ে ছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আজ শুক্রবার হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হল রাজ্য সরকার। এই মামলায় রাজ্য যে সুপ্রিম কোর্টের দারস্থ হবে সেটা আগেই অনুমান করা হয়ে ছিল। কারণ গতকাল বৃহস্পতিবার হাইকোর্টকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় রাম নবমীর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনা একান্তই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ার নেই। কিন্তু রাজ্যের সেই বক্তব্যকে গ্রাহ্য করেনি উচ্চ আদালত। হাইকোর্ট এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

Related Articles

Back to top button
error: