টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত মদ নীতি কেলেঙ্কারির সাথে সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন অস্বীকার করেছে। বিশেষ বিচারক এম কে নাগপাল এই রায় ঘোষণা করেন। তিনি বলেন, অপরাধমূলক ষড়যন্ত্রের পিছনে সিসোদিয়ার আসল মস্তিষ্ক ছিল।
তবে, সিসোদিয়ার আইনজীবী দয়ান কৃষ্ণান বলেছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। একদিন আগে, সিবিআই মামলায় সিসোদিয়ার হেফাজত ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বিচারপতি নাগপাল এদিন বলেছেন, সিসোদিয়া মদ নীতি কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী।
বিচারপতি নাগপাল বিশ্বাস করেন যে সিসোদিয়াই মদ বিক্রেতাদের যোগ্যতা এবং তাদের লাভের মার্জিন পরিবর্তন করেছিলেন। সিসোদিয়া মন্ত্রীদের সঙ্গে পরামর্শ না করেই এই কাজ করেছেন। সিসোদিয়া দক্ষিণ লবির চাহিদা অনুযায়ী মন্ত্রীদের গ্রুপের রিপোর্ট পরিবর্তন করেছেন। ইডির কাছে প্রমাণ রয়েছে যে সিসোদিয়া আর্থিক তছরুপের অপরাধে জড়িত। তাই সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করা হয়েছে। একইসঙ্গে, এই মামলায় সিসোদিয়ার সাথে অভিযুক্ত রাজেশ জোশী এবং গৌতম মালহোত্রার জামিনের আবেদনের সিদ্ধান্ত আগামী ৬মে আসবে।