HighlightNewsরাজ্য

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত

টিডিএন বাংলা ডেস্ক: পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের জন্য সময় পর্যাপ্ত নয়। প্রাথমিক পর্যবেক্ষণের পর এমনটাই জানাল আদালত। শুধু তাই নয়, আদালত জানিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একইসঙ্গে, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছে আদালত।


আদালতের নির্দেশ, ‘রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে’।


প্রসঙ্গত, পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। আদালত জানিয়েছে, ‘মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য নির্বাচন কমিশন’। নির্বাচন বন্ধ করার জন্য এই মামলাগুলি দায়ের হয়নি, পর্যবেক্ষণ আদালতের। আদালতের নির্দেশ, শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য নিয়ে কমিশনকে এগোতে হবে। নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেটাও কমিশনকে মাথায় রাখতে হবে।

Related Articles

Back to top button
error: