HighlightNewsদেশ

মণিপুর সহিংসতা: ইম্ফলে জনতা ও সেনাবাহিনীর মধ্যে গুলিবর্ষণ; ২৪ জুন সর্বদলীয় বৈঠক করবেন শাহ

টিডিএন বাংলা ডেস্ক: মণিপুর ৩মে থেকে শুরু হওয়া সহিংসতার ৫০দিন পূর্ণ করেছে, কিন্তু পরিস্থিতি এখনও ভয়াবহ। প্রতিদিনই ঘটছে গুলি বা বিস্ফোরণের ঘটনা। বৃহস্পতিবার সকাল পাঁচটায় ইম্ফল পশ্চিম জেলার উত্তর বলজাং-এ অজ্ঞাত ব্যক্তি এবং আসাম রাইফেলস ট্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় আহত হয়েছেন দুই সেনা। দুজনের অবস্থাই স্থিতিশীল।

এর আগে, বুধবার রাতে, বিষ্ণুপুরে একটি গাড়ি বিস্ফোরণে তিনজন আহত হন, বুধবার বিকেল ৫:৪৫ নাগাদ ইম্ফল পূর্ব জেলায় স্বয়ংক্রিয় ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ২৪ জুন শনিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস এই বৈঠককে অনেক দেরি ও অপর্যাপ্ত বলে অভিহিত করেছে। কংগ্রেস জানিয়েছে, দিল্লিতে বসে যদি মণিপুরের মানুষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়, তাতে কোনো গুরুত্ব বোঝা যাবে না।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, সোনিয়া গান্ধী মণিপুরের জনগণের উদ্দেশে ভাষণ দিলে সরকার জেগে ওঠে। এই গুরুতর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সভা থেকে দূরে থাকাটাই তার কাপুরুষতা দেখায়। এটা দেখায় যে তারা তাদের ব্যর্থতার মুখোমুখি হতে চায় না। একাধিক নেতা তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি সময় দিতে পারেননি।

তিনি আরো বলেন, অমিত শাহ মণিপুর সফর করে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার সফরে কিছুই লাভ হয়নি। ভেনুগোপালের প্রশ্ন, এই পরিস্থিতিতে মণিপুরের পক্ষপাতদুষ্ট সরকারকে অপসারণ না করা এবং রাষ্ট্রপতির শাসন জারি না করা একটি তামাশা বলে মনে হচ্ছে।

Related Articles

Back to top button
error: