HighlightNewsদেশধর্ম ও দর্শন

নবী মুহাম্মদকে (স:) নিয়ে ভুল তথ্য ইতিহাস বইয়ে! প্রতিবাদ এসআইও’র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ইসলামের নবী মুহাম্মদকে (স:) নিয়ে ভুল তথ্য প্রকাশ করার অভিযোগ উঠেছে ইতিহাস বইয়ে! আর সেই ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ভুল তথ্য সংশোধন করার দাবি জানালো ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও।

জানা গিয়েছে, ড. গৌতম পাত্রের লেখা রীতা পাবলিকেশন প্রকাশিত ‘A Complete Guide to SLST’ বইটির ‘H31’ পৃষ্ঠায় ‘আমির খুসরু’ – এর পরিচয়ে তাঁর অভিধা হিসেবে ‘দিল্লির হজরত মুহাম্মাদ’ ব্যবহার করা হয়েছে। এটি একটি বড়ো ধরনের ধরনের ত্রুটি বলে দাবি করেছে সংগঠনটি। তাদের দাবি, “ইসলাম ধর্মে তাঁকে সবথেকে উচ্চতম মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও, যেমন জর্জ বার্নার্ড শ’, মহাত্মা গান্ধী, লিও টলস্টয়, পন্ডিত নেহরু, সরোজিনী নাইডু, প্রফঃ রামকৃষ্ণা রাও -এর মতো অসংখ্য মহামানব হজরত মুহাম্মাদ (সাঃ) -এর মহিমার প্রশংসা করেছেন। মানব জাতির অন্য কোন ব্যাক্তির সাথে তাঁর তুলনাই চলেনা এবং কেউ কোনোদিন তা চেষ্টাও করেনি। তাই ইতিহাসে কেউ কোনদিন অন্য কোনো ব্যক্তিকে, সে যতই মর্যাদা সম্পন্ন হোক না কেন, হজরত মুহাম্মাদ (সাঃ)-এর নামে অভিধ করবে – এটা অকল্পনীয়। তাই উল্লিখিত বইয়ে ‘আমির খুসরু’র অভিধা হিসেবে ‘দিল্লির হজরত মুহাম্মাদ’ – লেখাটা বস্তুত অযৌক্তিক এবং একেবারেই ত্রুটিপূর্ণ।”

পাশাপাশি এদিন এসআইও’র শিক্ষাঙ্গন সম্পাদক মহ: মুরসালীম পাবলিশার্সদের কাছে আর্জি জানিয়ে বলেন, “যদি সত্যিই বইয়ের তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনাদের পাবলিকেশন তথা লেখক মহাশয়ের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এই তথ্যের উপযুক্ত প্রমান পেশ করুন। অন্যধায় দ্রুত সংশোধন করুন এবং সংশোধিত বইয়ের পুনর্মুদ্রণ না হওয়া পর্যন্ত বইয়ের সরবরাহ বন্ধ রাখুন।” ইতিপূর্বেও পাঠ্যসূচিতে ইতিহাস বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে ও শিক্ষার গৈরিকিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

Related Articles

Back to top button
error: