টিডিএন বাংলা ডেস্ক: বিভিন্ন প্রকল্পের নামে বর্তমান তৃণমূল সরকার রাজ্যের ঘারে ঋণের পাহাড় চাপাচ্ছেন বিরোধীদের মুখে এই ধরণের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার বিরোধীদের সেই অভিযোগ-প্রচারকেই চ্যালেঞ্জ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি দাবি করেন রাজ্যের ঋণ নিয়ে ভুল প্রচার করছে বিরোধীরা। তাঁর দাবি, বাম জমানার ঋণের বোঝা মাথায় নিয়েও, রাজ্য সরকার ঢের সুবিধাজনক জায়গায় রয়েছে। তিনি আরও দাবি করেন, অনেকে যে বলছেন রাজ্যের ঋণের বোঝা ৭ লক্ষ কোটি হয়ে গিয়েছে। সেটাও ঠিক নয়। বরং এখনও পর্যন্ত হিসেব করলে, রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫.৮৬ লক্ষ কোটি টাকা।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে ভুলভাল বলেন যে, রাজ্য সরকারের ঋণের বোঝা ৭ লক্ষ কোটি হয়ে গিয়েছে। এগুলো সব বাজে কথা। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার মতো নতুন রাজ্যগুলির এই ধরনের সমস্যা নেই, কিন্তু আমাদের উত্তরাধিকার বহন করে চলতে হচ্ছে। আগের সরকার ক্ষুদ্র সঞ্চয় থেকেও ঋণ নিয়েছিল।” এরপর তাঁর নির্দেশে মুখ্যসচিব দ্বিবেদী বিশদ হিসেব পেশ করেন। মুখ্যসচিব জানান, ২০১১ সালে মোট উৎপাদনের নিরিখে ঋণের হার ছিল ৪০ শতাংশ। কোভিডের আগে তৃণমূল সরকার সেটিকে ৩২ শতাংশে নামিয়ে এনেছিল, এখন তা ৩৩ শতাংশে রয়েছে। অর্থাৎ রাজ্যের মোট উৎপাদনের নিরিখে ঋণ কমেছে বলে দাবি করা হয়।