টিডিএন বাংলা ডেস্ক: গত বিধানসভায় ভোটে জিতে সরকার গড়েও আবারও পড়ে যায় সেই সরকার। বিজেপির অপারেশন লোটাসের কারণে বহু বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এবার সেই ঘটনার বদলা নিতে কর্নাটকে বিজেপির ঘর ভাঙতে উদ্যত হয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই বদলার রাজনীতিতে বিরোধী দল বিজেপির অন্তত এক ডজন বিধায়ক কংগ্রেসে আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। আর সেই জল্পনায় শঙ্কিত হয়ে উঠেছে বিজেপি। এই ব্যাপারে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। এদিকে ঘর ভাঙা আটকাতে বিধায়কদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপির দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, বাসবরাজ বোম্মাইয়ের মতো নেতারা। চলতি সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেঙ্গালুরু গিয়ে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য যে, গত লোকসভা ভোটে কর্নাটকে ২৮টি আসনের মধ্যে ২৫টি আসন জিতে ছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে হারার পর যদি বিজেপির বিধায়করা হাতছাড়া হয় তাহলে লোকসভা ভোটে কর্নাটকে আসন ধরে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছে তারা।