নিজস্ব সংবাদ টিডিএন বাংলা: আজ সোমবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে সমাবেশ থেকে মসজিদের ইমাম, মোয়াজ্জেমদের ও পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন থেকেই এই ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে আসছে ধর্মীয় নেতারা। দাবি না মানা হলে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে ছিল। সামনেই লোকসভা ভোট তার আগে মূলত মুসলিমদের কাছে টানতে এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। আগে ইমামরা মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন। আর মোয়াজ্জেমরা ভাতা পান মাসে ১০০০ টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর ইমামরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন। মোয়াজ্জেমরা পাবেন মাসে ১৫০০ টাকা।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ থেকে একটা ভাতা ইমাম-মোয়াজ্জেমদের দেওয়া হয়। ওই টাকাটা আমরাই দিই। কী সিস্টেম আছে আমরা দেখে নেব। ইমাম-মোয়াজ্জেমদের ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানো হবে। সেই সঙ্গে পুরোহিতরাও আরও ৫০০ টাকা করে ভাতা পাবেন।”