HighlightNewsরাজ্য

হাই কোর্টে ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ

টিডিএন বাংলা ডেস্ক: আজ সোমবার কলকাতা হাই কোর্টের নির্দেশে ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল নেত্রী এক তরুণী। ওই তরুনী অভিযোগে জানান, দেড় বছর আগে তাঁকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে নিজের অফিসে আটকে রেখে ধর্ষণ করেছেন নওশাদ। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েক বার সহবাস করেছেন।

সেই মামলায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন বিধায়ক নওশাদ। সেই আবেদনের ভিত্তিতে আজ সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছে। আদালত মোট ১৩টি শর্ত দিয়েছে নওশাদকে। এই শর্তে জানানো হয়েছে, এক দিন পরপর তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। পাশাপাশি তিনি অনুমতি ছাড়া কলকাতার বাইরে যেতে পারবেন না।

Related Articles

Back to top button
error: