HighlightNewsরাজ্য

আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার মিছিল সাংবাদিকদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে ধিক্কার মিছিল করল সাংবাদিকদের একাংশ। প্রেসক্লাব অফ বহরমপুরের ব্যানারে ধিক্কার মিছিলে সামিল হন সংবাদমাধ্যমের কর্মীরা। অবিলম্বে সাংবাদিক দেবমাল্য বাগচিকে মুক্তির দাবিতে সরব হন সাংবাদিকরা। সংবাদমাধ্যম ও সাংবাদিকরা হলেন গনতন্ত্রের একটি স্তম্ভ। তাহলে কিভাবে একজন সাংবাদিককে এই ভাবে আঁটকে রাখা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রেসক্লাব অফ বহরমপুরের পক্ষ থেকে আলমগির হোসেন, “অবিলম্বে সাংবাদিক দেবমাল্য বাগচিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে”

উল্লেখ যে, গত ২৭শে আগস্ট আনন্দবাজার পত্রিকায় চোলাই মদের কারবারে পুলিশী ব্যর্থতা নিয়ে খবর বের হয়। ঠিক তারপরেই চোলাই মদের কারবারির পরিজনরা সাংবাদিক দেবমাল্য বাগচীর নামে তপশীলি জাতি ও জনজাতি আইনে মামলা দায়ের করেন। বুধবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার মেদিনীপুর আদালত ওই সাংবাদিককে ১৫’ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ প্রদান করে। এদিকে সাংবাদিককে গ্রেপ্তার কাণ্ডে কার্যত রাজ্যজুড়ে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। শনিবার সেই ক্ষোভের অংশ হিসেবে মুর্শিদাবাদের বহরমপুরে ধিক্কার মিছিল করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। মিছিলে প্রেসক্লাব অফ বহরমপুরের সভাপতি আলমগীর হোসেন সহ অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীরা শামিল হন।

Related Articles

Back to top button
error: