ইসলামে শিক্ষা অর্জন ফরয, মক্তব কেন্দ্রিক সমাজ গড়ার বার্তা বহরমপুরের বাগমারায়
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ইসলামে শিক্ষা অর্জন করা ফরয। আর পালনীয় এই কাজ করতেই হয়। মসজিদ মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ জায়গা। এই মসজিদ থেকে অনেক বয়স্ক পুরুষ মহিলা ইসলামী শিক্ষা শেখে। অনেকের আরবী শিক্ষার হাতে খড়ি হয় এখান থেকেই। তবে শিক্ষা বিস্তারে ও সমাজ সচেততায় আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে মক্তবগুলি। এমনই আলোচনা হল মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বাগমারা পশ্চিমপাড়া জুম্মা মসজিদের নূরানী মক্তবে। শুক্রবার বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষা-সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুসলিম সমাজকে শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মক্তবের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বিভিন্ন বিভাগের সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। মসজিদের ইমাম তথা মক্তবের শিক্ষক হাফেজ জাকির হোসেন বলেন, জ্ঞান হল মানুষের জীবন চলার পথে আলো। আলো ছাড়া যেমন কেউ পথ চলতে পারে না, তেমনি জ্ঞান ছাড়াও প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করা যায় না। শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এছাড়া মসজিদ কমিটির সভাপতি হোসেন আলী, সেক্রেটারি আব্দুল সাদতকি সেখ সহ অন্যান্য সদস্যদের মনে হয়েছে, প্রযুক্তির খারাপ দিক ব্যবহার করে কিশোর-বালকরা অধঃপতনের দিকে যাচ্ছে। তারা মনে প্রানে বিশ্বাস করেন, সভ্য তথা ভালো সমাজ গঠনে আশু প্রয়োজন ভালো মানুষ তৈরি করা। আর তার জন্য দরকার শিশুদের মূল্যবোধ ভিত্তিক উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সুন্দরভাবে গড়ে তোলা। তাই তারা মনে করেন সমাজকে সচেতন করা তাদের গুরু দায়িত্ব।
সভায় উপস্থিত ছিলেন হিরালাল ভকত কলেজের সহকারী অধ্যাপক ডঃ সুজন মন্ডল। তিনি খুব প্রাঞ্জল ভাবে মায়েদের ভূমিকা তুলে ধরতে গিয়ে গুজরাটের বোরহা কমিউনিটির ‘কমিউনিটি কিচেনের’ কথা তুলে ধরেন। সেখানে ওই কমিউনিটিতে রাত্রের খাবার যোগান দেওয়া হয় ‘কমিউনিটি কিচেন থেকে’ আর মায়েরা ব্যস্ত থাকে শিশুদের পড়াশোনার দায়িত্বে। বেশ কিছু উদাহরণ দিয়ে তিনি বলেন, দারিদ্রতা বা এই ধরনের কোন অজুহাত নয় বরং কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। ইংল্যান্ডের বেশ কিছু মসজিদের উদাহরণ দিয়ে সমাজ গঠনে মসজিদের দায়িত্ব যে অনেক তা তিনি ব্যাখ্যা করেন।
বক্তব্য রাখেন গোয়ালজান রিফিউজি হাইস্কুলের শিক্ষক মনসুর আহমদ বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কবি মোকতার হোসেন মন্ডল, জেলা তাবলীগ জামাতের মুবাল্লিগ মাওলানা জাহিদ সেখ, শাংকরপুর হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল বাসির, কেডিএমসি স্কুলের প্রতিষ্ঠাতা ইমরুল সেখ, মুফতি ইসরাফিল কাসেমী প্রমুখ।
এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন হাতিনগর হাইস্কুল শিক্ষক তথা বাগমারা গ্রামের মাষ্টার ইন্তাজুল সেখ।