টিডিএন বাংলা ডেস্ক: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। খাদে পড়ে গিয়েছে একটি স্কুল বাস। এক সর্বভারতীয় সংবাদসংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, স্কুল পড়ুয়া-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।