HighlightNewsদেশ

গুজরাটে কংগ্রেসের পরাজয় ও বিজেপির ঐতিহাসিক জয়ে আপের ভূমিকা

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে সর্ব কালের সমস্ত রেকর্ড ভেঙে ঐতিহাসিক ভাবে বিজয়ী হয়েছে বিজেপি। বিজেপির এই বিজয় এবং কংগ্রেসের লজ্জাজনক পরাজয়ে হতবাক গোটা দেশ। গুজরাটে কংগ্রেসের পরাজয় ও বিজেপির ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা নিয়েছে কে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নরেন্দ্র মোদী না কি আম আদমি পার্টির আত্মপ্রকাশ কোনটা বেশি কার্যকরী হয়েছে উঠছে সেই প্রশ্ন। কংগ্রেস অভিযোগ করেছে এখানে আম আদমি পার্টি বিজেপির বি-টিম হয়ে কাজ করেছে। যদিও বিজেপি ও আম আদমি পার্টি এই অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং নিজেদের মুখ রক্ষার প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে।

তবে ভোটের পরিসংখ্যান কি বলছে একটু দেখে নেওয়া যেতে পারে। পরিসংখ্যান অনুযায়ী আম আদমি পার্টির আত্মপ্রকাশ অন্তত ৩৪টি আসনে কংগ্রেসের বিজয়ের সম্ভাবনা নষ্ট করেছে। একটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন ৬২,১৫৩ ভোট। কংগ্রেসের ভোট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪২,৪৩৬-এ। অন্যদিকে নতুন দল হিসাবে আপ পেয়েছে ২০,২৭৮ ভোট। অর্থাৎ মোট ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে ৬২,৭১৪। ২০১৭ সালে বিজেপি প্রার্থীকে কংগ্রেস পরাজিত করেছিল প্রায় ৭০০ ভোটে।

অপর একটি স্থানে বিজেপি প্রার্থী পেয়েছে ৮৩,৮৯৩ ভোট। আর আপ পেয়েছে ৫৯,৩৭৭ ও কংগ্রেস পেয়েছে ৪১,৫৬৪ ভোট। অর্থাৎ আপ এবং কংগ্রেসের মিলিত ভোট ছিল ১ লাখেরও বেশি। এই আসনটিও ২০১৭ সালে কংগ্রেসের হাতে ছিল। ভায়ারা, ধরি, ধোরাজি, ফতেপুরা, টাঙ্কারা, তালালা, সোমনাথ, সিধপুর, সাভারকুন্ডলা, রাপার, রাজুলা, ওয়াঙ্কানের, জাসদান এবং গড়বারা, ডাঙ্গস এবং ভিরামগামে, আপ-এর উপস্থিতি বিজেপিকে সাহায্য করেছে। এই আসনগুলির বেশিরভাগই সৌরাষ্ট্রে। যেখানে আপ মাত্র চারটি আসন জিতেছে। তথ্য অনুসারে, ৩৪ টির বেশি আসনে আপ রানার্স হিসাবে উঠে এসেছে এবং সেই আসনগুলির ৫০ শতাংশ কংগ্রেসকে প্রভাবিত করেছে। দীর্ঘ ৬০ বছরে এই প্রথমবার কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত দক্ষিণ গুজরাটের ভায়ারা, ঝাগাদিয়া এবং মধ্য গুজরাটের বোরসাদ, মাহুধা, গড়বাদার মতো আসনগুলি ছিনিয়ে নিল বিজেপি।

Related Articles

Back to top button
error: