টিডিএন বাংলা ডেস্ক : মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ ওঠা বিজেপি-তেই যোগ দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। দলের লাইন মেনে চলব। বিজেপি যা দায়িত্ব দেবে পালন করব। নির্বাচন লড়ব কিনা এখনই বলা সম্ভব নয়।
তিনি বলেন, তৃণমূল একটি দুষ্কৃতীদের দল বলে মনে করি। তৃণমূলকে আমি রাজনৈতিক দল বলেই মনে করি না। তৃণমূল হল একটি আদ্যোপান্ত যাত্রাদল। ওদের যাত্রাপালার নাম হল মা-মাটি-মানুষ।
অভিজিৎ বলেন, শেষ সাত দিন বিজেপির সঙ্গে কথা হয়েছে। দু’পক্ষের সহমতে সিদ্ধান্ত নিয়েছি। ওই দিনগুলিতে বিচারের কাজ করিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের সেই অবস্থা হবে, যা ২০০৯ সালে সিপিএমের হয়েছিল। আর ২০২৬ সাল পর্যন্ত দলটাই থাকবে না। শুধু কয়েকটা গ্রেফতারির প্রয়োজন।