HighlightNewsদেশ

পেট্রোপণ্য থেকে প্রায় ৪ লক্ষ কোটি টাকা শুল্ক এসেছে! জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা

টিডিএন বাংলা ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত বৃদ্ধি পেয়েছে পেট্রোপণ্যের মূল্য। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গণ পরিবহনের ভাড়াও। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠায় শুরু হয় গণআন্দোলন। অবশেষে জনতার প্রতিবাদের চাপে গত নভেম্বরে পেট্রোপণ্যের শুল্ক কিছুটা কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, বিগত অর্থবর্ষে পেট্রোপণ্য থেকে প্রায় ৪ লক্ষ কোটি টাকা শুল্ক আদায় করেছে সরকার।

লোকসভা অধিবেশনে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শেষ ৩ বছরে পেট্রল ও ডিজেলের থেকে প্রায় ৮.০২ লক্ষ কোটি টাকা আয় করেছে। কেবল ২০২০-২১ অর্থবর্ষেই সরকারের আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা। এই হিসেব জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষে পেট্রল ও ডিজেলের শুল্ক বাবদ কেন্দ্রের উপার্জন হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২৮২ কোটি টাকা। পরের অর্থবর্ষ, ২০১৯-২০ -তে শুল্ক বাবদ কেন্দ্র পেয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৭৫০ কোটি টাকা। এরপর ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ৭১ হাজার ৯০৮ কোটি টাকা শুল্ক এসেছে কেন্দ্রীয় কোষাগারে।

Related Articles

Back to top button
error: