HighlightNewsদেশ

আহমেদাবাদে একটি গরবা প্রাঙ্গণে প্রবেশ করায় দুই মুসলিম যুবককে মারধর করল হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার রাতে আহমেদাবাদ শহরের একটি গরবা প্রাঙ্গণে দুই মুসলিম যুবককে আটক করে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। এরপর ওই যুবকদের জিজ্ঞাসাবাদের সময় বেধড়ক মারধর করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এই ঘটনা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র হিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি আহমেদাবাদের এসপি রিং রোডের কাছে হওয়া গরবায় দুই মুসলিম যুবকের প্রবেশের খবর পেয়েছিলেন। এর পর তাঁর সঙ্গে বজরং দলের কর্মীরা গরবা মাঠে পৌঁছে দুজনকেই ধরে ফেলে। যারপর তাদের বুঝিয়ে শুঝিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

হিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, আমাদের এধরণের আচমকা তদন্ত আগামী দিনেও অব্যাহত থাকবে, কারণ কিছু বিধর্মী লোক হিন্দু মেয়েদের শ্লীলতাহানি এবং চুরি করতেও প্রবেশ করে। গরবা স্থানগুলি তাদের কাছে লাভ জিহাদের আড্ডায় পরিণত হচ্ছে। এটা বন্ধ করা আমাদের দায়িত্ব এবং সেজন্য বিধর্মীদের বিরুদ্ধে আমাদের এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, করোনার কারণে দুই বছর পর গুজরাটে নবরাত্রির পাশাপাশি গরবার আয়োজন করা হচ্ছে। এবছর গরবা আয়োজনের আগেই ভিএইচপি এবং বজরং দলের তরফে ধর্মীয় স্থানে অন্য ধর্মের মানুষদের প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর থেকেই হিন্দু সংগঠনের কর্মীরা প্রায় প্রতিটি গরবা ময়দানেই আচমকা প্রবেশ করে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Related Articles

Back to top button
error: