টিডিএন বাংলা ডেস্ক: প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘আদিপুরুষ’ নিয়ে যেখানে একদিকে তুমুল বিতর্ক চলছে সেখানে, অন্যদিকে বক্স অফিসে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে এই ছবি। প্রথম দিনে বিশ্বব্যাপী ১৪০ কোটি এবং দ্বিতীয় দিনে ১০০ কোটি আয় করার পর এখন তৃতীয় দিনে আবারও ১০০ কোটি আয় করেছে ছবিটি। একই সঙ্গে, ছবিটি প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ৩৪০ কোটি টাকা আয় করে ইতিহাস তৈরি করেছে।
এদিকে, ছবিটির সংলাপ লেখক মনোজ মুনতাশির মুম্বই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন, যার ভিত্তিতে পুলিশ তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর তিনি বিপদে পড়েছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের নালাসোপাড়ায় একটি হিন্দু সংগঠনের কর্মীরা ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেন। তাঁরা প্রেক্ষাগৃহে পৌঁছে স্লোগান দেন এবং দর্শকদের হল ত্যাগ করতে বলেন। এরপর, শো বাতিল করা হয়।
শুধু তাই নয়, রবিবার সন্ধ্যায় ছত্তিশগড়ের বিলাসপুরেও মিছিল করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শ্রমিকরা স্লোগান দিতে দিতে ম্যাগনেটো মলের ভেতরে ঢুকে পড়ে। পুলিশের ব্যারিকেডিংও ভেঙে দেয় তারা। এরপর, হলের সামনে বসে হনুমান চালিসার পাঠ শুরু করেন তাঁরা। পুলিশ তাঁদের আটক করে ওই জায়গা থেকে সরিয়ে দেয়।
লখনউয়ের হজরতগঞ্জ কোতোয়ালিতে ভারতীয় কিষাণ ইউনিয়ন পরিচালক ওম রাউত এবং লেখক মনোজ মুনতাশিরের কুশপুত্তলিকা পোড়ায়। তাঁদের দাবি, সনাতন ধর্মকে নিয়ে ঠাট্টা করতেই এই ছবিটি তৈরি করা হয়েছে। ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা বলেছেন, শুধু ছবির সংলাপ পরিবর্তন করে কিছুই হবে না। তাঁরা এই ছবিটি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
বিতর্কের পর বিতর্কিত সংলাপ নিয়ে ক্রমবর্ধমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ছবিটির সংলাপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটির লেখক মনোজ মুনতাশির রবিবার টুইট করে স্পষ্ট করেছেন যে এই সপ্তাহে ছবিটি থেকে বিতর্কিত সংলাপগুলি মুছে ফেলা হবে।
রবিবার ট্যুইট করে নির্মাতাদের সিদ্ধান্তের কথা জানান মনোজ।
এদিকে, নেপালের কাঠমান্ডুর পর এবার পোখরায় আদিপুরুষ ও অন্যান্য হিন্দি ছবি না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটিতে সীতাকে ভারতের কন্যা হিসেবে আখ্যায়িত করায় আপত্তি জানিয়েছে নেপালের সেন্সর বোর্ড। নেপাল সেন্সর বোর্ড জানিয়েছে, সীতাজির জন্ম ভারতে নয়,নেপালের জনকপুরে।
নেপাল সেন্সর বোর্ডের আপত্তির পরে ছবিটিতে সীতার জন্মস্থান সম্পর্কিত বিতর্কিত বক্তব্য সরিয়ে দেওয়া হয়। এরপর, সেখানে ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়। তবে, ছবিটির বাকি সংলাপগুলি নিয়েও বিতর্ক রয়ে গেছে এবং এখন নিষিদ্ধ করা হয়েছে।
আদিপুরুষের চরিত্রের পোশাক নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। এর পরে, নির্মাতারা এতে কিছু পরিবর্তন করার কথা বলেন।