HighlightNewsদেশ

১১ দিন পর আইনি পদক্ষেপ, ২ বছরের সাজার বিরুদ্ধে আগামীকাল সুরাট আদালতে যাবেন রাহুল

টিডিএন বাংলা ডেস্ক: ২৩ মার্চ, সুরাট আদালত রাহুল গান্ধীকে ‘কেন সব চোরের উপাধি মোদি…’ বিবৃতি সম্পর্কিত একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে। পরের দিন অর্থাৎ ২৪শে মার্চ রাহুলের লোকসভা সদস্যপদও বাতিল হয়ে যায়। আদালতের ওই রায়ের ১১ দিন পর, রাহুল এই রায়ের বিরুদ্ধে সুরাটের দায়রা আদালতে আবেদন করতে চলেছেন। সংবাদ সংস্থা এএনআই কংগ্রেস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাহুলের আইনি দল ৩ মার্চ (সোমবার) আদালতে যাবে।

প্রসঙ্গত, ২৩ মার্চ, রাহুলের উপস্থিতিতে, আদালত তাঁকে এক বছরের জেল এবং পনেরো হাজার টাকা জরিমানা করে। এর কিছুক্ষণ পর আদালত তাঁকে জামিনও দেয়। এছাড়াও, সাজা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। অর্থাৎ এই সময়ের মধ্যে রাহুলকে গ্রেফতার করা হবে না এবং তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে পারবেন।

Related Articles

Back to top button
error: