HighlightNewsদেশ

১৫ দিন আগে কোভ্যাকসিনের টিকা লাগিয়েও করোনা পজিটিভ হরিয়ানার মন্ত্রী অনিল বিজ; টুইট করে জানালেন নিজেই

টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ কোভ্যাকসিনের টিকা লাগিয়েও করোনা পজিটিভ ধরা পড়েছেন। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। ডাক্তারদের পরামর্শ তাকে সিভিল হাসপাতাল আম্বালা কেন্টে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ১৫ দিন আগেই করোনার টিকা কোভ্যাকসিনের ট্রায়াল’ পর্বের স্বেচ্ছাসেবী হিসেবে টিকা লাগিয়েছিলেন। তার পরেও তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর রীতিমতো চাঞ্চল্যকর।

একটি টুইট করে হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ লিখেছেন,”আমি করোনা সংক্রামিত হয়ে গিয়েছি। আমি সিভিল হাসপাতাল আম্বালা কেন্টে ভর্তি আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছি।”

প্রসঙ্গত, গত কালই একটি সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে করোনার ভ্যাকসিন। বৈজ্ঞানিকদের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই প্রত্যেক ভারতের ঘরে ঘরে পৌঁছে যাবে করোনার টিকা। প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে যে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল’ পর্ব চলছে তার মধ্যে কোভ্যাকসিনও অন্তর্ভুক্ত। ভারত বায়োটেক এবং ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদের দাবি অনুযায়ী, কোভ্যাকসিনের তৃতীয় চরণের হিউম্যান ট্রায়াল চলছে। প্রথম এবং দ্বিতীয় হিউম্যান ট্রায়াল পর্বে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীকে এই টিকা দেওয়া হয়। এই ভ্যাকসিন এর তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল ভারতের মোট ২৫টি কেন্দ্রের ২৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপরে করা হচ্ছে। এটাই ভারতের করোনা ভ্যাকসিনের মোকাবিলার জন্য আয়োজিত সবথেকে বড় হিউম্যান ট্রায়াল।

Related Articles

Back to top button
error: