HighlightNewsআন্তর্জাতিক

ইরাকের পর এবার সিরিয়ার মার্কিন সামরিক অবস্থানে হামলা! দায় স্বীকার করেনি কেউ

টিডিএন বাংলা ডেস্ক : ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবনে হামলার পর এবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানে ড্রোন হামলা হয়েছে। সিরিয়ার দেইর আয-যৌরের আল-য়োম্‌র তেল ক্ষেত্রের যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন ঠিক সেখানেই ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আরব সূত্র জানিয়েছে। তবে এই হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো পক্ষই কোনো হতাহতের দাবিও জানায়নি।

ইরাকের গণমাধ্যম আজ (বৃহস্পতিবার) বলেছে, ইরাক-সিরিয়া সীমান্তের কাছেই ঐ তেল ক্ষেত্রটি অবস্থিত। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানানো হয়নি। সিরিয়ার সরকারের বিরোধিতা সত্ত্বেও সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। দেশটির কিছু তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে নিয়মিত তেল উত্তোলন ও চুরি করে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়ার সরকার বারবারই এর প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে সেদেশ ছাড়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু এরপরও মার্কিন দস্যুতা থামছে না।

উল্লেখ্য যে, কয়েকদিন আগেই ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের শহর ইরবিলে মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে অন্তত ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়। সিরিয়ার দামেস্কের কাছে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে। ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। তারপরই এই হামলায় স্বভাবতই অভিযোগের আঙুল উঠছে ইরানের দিকেই। তবে ইরান আমেরিকার উপরে হামলার দায় স্বীকার না করলেও ইসরাইলের উপরে হামলার দায় স্বীকার করেছিল। স্বভাবতই এই হামলার পিছনেও তাদের হাত আছে কিনা সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব নিয়ে সারা বিশ্বজুড়ে একটা চাপা চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদৌ এই বিষয়টি তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নেবে কিনা এই বিষয় নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা। এরই মাঝে এই অঞ্চলে দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। তাহলে কি মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ঢেকে যাবে এই আশঙ্কা দেখা দিয়েছে।

Related Articles

Back to top button
error: