HighlightNewsরাজ্য

কলকাতার পর এবার কালিম্পং পুরসভার বেআইনি নির্মাণ বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিতে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ বুলডোজ়ার দিয়ে ভাঙতে পরামর্শ দিয়ে ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বৃহস্পতিবার কালিম্পংয়ের পুরসভাকেও বুলডোজ়ার ব্যবহার করে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে পরামর্শ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় তিনি নির্দেশ দেন, আগামী ২২ অগস্টের মধ্যে ওই বেআইনি নির্মাণ না ভাঙলে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করা হবে পুরসভার বিরুদ্ধে।

জানা গিয়েছে, বীরবাহাদুর নামের এক স্থানীয় বাসিন্দা একটি নির্মাণকে বেআইনি অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন। সেই নির্মাণের জন্য কালিম্পং পুরসভার অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ওই নির্মাণের উপরের এলাকায় একটি স্কুল আছে। এছাড়াও পাহাড়ি এলাকায় এই ধরনের নির্মাণ বিপদ ডেকে আনতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button
error: