HighlightNewsদেশ

যন্তর মন্তর থেকে ফিরে এসে গঙ্গায় পদক বিসর্জন দেবেন কুস্তিগীররা, এরপর ইন্ডিয়া গেটে চলবে আমরণ অনশন, জানালেন সাক্ষী মালিক

টিডিএন বাংলা ডেস্কঃ ভারতের প্রাক্তন রেসলিং ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদরত কুস্তিগীররা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে গঙ্গায় তাঁদের পদক প্রবাহিত করবেন। জাতীয় ও আন্তর্জাতিক পদক বিজয়ী কুস্তিগীররা রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের জন্য যন্তর মন্তরে বিক্ষোভ করছিলেন। তবে, রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে ফিরে আসেন তাঁরা।

কুস্তিগীর সাক্ষী মালিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই প্রসঙ্গে লিখেছেন, গঙ্গায় পদক ভাসানোর পরে তিনি ইন্ডিয়া গেটে আমরণ অনশন করবেন। সাক্ষী লিখেছেন, আমরা পবিত্রতার সঙ্গে এই পদকগুলো অর্জন করেছি। এই পদক পরিধান করিয়ে, উজ্জ্বল সাদা সিস্টেম শুধুমাত্র নিজেকে প্রচার করে। তারপর আমাদের শোষণ করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পদক ফিরিয়ে দেব না, কারণ তাঁরা আমাদের কোনো খেয়াল রাখেননি।
এদিকে ব্রজভূষণ শরণ সিং ৫ জুন অযোধ্যায় একটি বড় সমাবেশের আহ্বান করেছেন। এই সমাবেশে অনেক সাধুরা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ব্রিজভূষণ এবং সাধুদের দাবি, পকসো আইনের সুযোগ নিয়ে এর অপব্যবহার করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: