HighlightNewsরাজ্য

রবিবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর পার্থ,কল্যাণময় ও শান্তি প্রসাদের শারীরিক অবস্থা স্বাভাবিক, জানাল চিকিৎসকরা; তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক: এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার হয়ে সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহাও। তিনজনই নিজাম প্যালেসের এসএসও বিল্ডিংয়ের গেস্টরুমে রয়েছেন। তাদের তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। এতদিন পর্যন্ত যেসব তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি হাতে পেয়েছে সেগুলি তাঁরা ক্রস চেক করে দেখতে চান বলে খবর। প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভুঁয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগ ‍ওঠে। তবে আদালতে তিনি জানান, কোনো ভূঁয়ো নিয়োগপত্র সই করেননি তিনি। সে সকল ভূঁয়ো নিয়োগপত্রে তাঁর সই-এর কথা বলা হচ্ছে, সেগুলিতে তাঁর সই স্ক্যান করে পেস্ট করা হয়েছে। শিক্ষাক্ষেত্রের নিয়োগ দুর্নীতিতে তিন হেভিওয়েটের ঠিক কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা।

রবিবার নিজাম প্যালেসে এসে তিন হেভিওয়েটের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। হাই প্রোফাইল তিন ব্যক্তির নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হয়। জোকার ইএসআই হাসপাতালে ৪৮ ঘণ্টা পরপর এই পরীক্ষা করা হয়। সেইমতো রবিবার ছিল পরীক্ষার দিন। কিন্তু এদিন আর তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমে দুই চিকিৎসককে নিজাম প্যালেসে আনা হয়। এদিন দুপুর আড়াইটা নাগাদ তাঁরাই নিজাম প্যালেসে একে একে তিনজনের স্বাস্থ্যপরীক্ষা করেন।

গ্রেফতারের পর থেকে ইডি হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে গত শুক্রবার থেকে আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে তিনি। সূত্রের খবর, শনিবার সকালে আইনজীবীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে বেশ কিছু অনুযোগের কথা জানান পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, প্রতিদিন বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় পার্থকে। কিন্তু সিবিআই হেফাজতে ওষুধগুলি ঠিক সময়ে যথাযথভাবে খাওয়া যাচ্ছে না। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসায় একটি বিশেষ মেশিন ব্যবহৃত হয়। কিন্তু যিনি সেই মেশিনটি সেট করেন, তিনি শুক্রবার অনুপস্থিত ছিলেন। ফলে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে রবিবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। স্বাস্থ্যপরীক্ষা করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসপি সিনহারও। তাঁদের শারীরিক অবস্থাও ঠিকঠাক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related Articles

Back to top button
error: