রাজ্য

ভোটের আগে তামিলনাডু়তে বড় ধাক্কা বিজেপির, এআইএডিএমকে-বিজেপি জোট ছাড়ল ডিএমডিকে

টিডিএন বাংলা ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে তামিলনাড়ুতে ধাক্কা খেল এআইএডিএমকে-বিজেপি জোট। ভোটগ্রহণের সপ্তাহ চারেক আগেই আসন বণ্টন নিয়ে দ্বন্দ্বের জেরে জোট ছেড়ে বেরিয়ে গেল ডিএমডিকে।

অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের দলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আসন বণ্টন নিয়ে এআইএডিএমকে-বিজেপি জোটের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে। তারপরও রফাসূত্র মেলেনি। তার জেরে জোটের সঙ্গত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে জোটে সামিল হয়েছিল ডিএমডিকে।

২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেশে গেরুয়া ঝড় উঠলেও গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ধাক্কা খেয়েছিল বিজেপি জোট। ৩৯ টির মধ্যে ৩৮ লোকসভা আসনে জিতেছিল ডিএমকে জোট। সেই ধারা বজায় রেখে এবার তামিলনাড়ুর ক্ষমতা দখলে মরিয়া স্টালিনদের দল। তবে প্রয়াত জয়ললিতা-আবেগ এবং ‘ভালো’ কাজের উপর ভিত্তি করে রাজ্যে টানা তৃতীয়বার কুর্সি দখলের বিষয়ে আশাবাদী এআইএডিএমকে। ভালো ফলের আশায় আছে বিজেপি।

Related Articles

Back to top button
error: