HighlightNewsআন্তর্জাতিক

আল-আকসা মসজিদের ভেতরে মুসল্লিদের ওপর হামলা ইসরাইলি বাহিনীর! ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিন

টিডিএন বাংলা ডেস্ক: আজ বুধবার (৫ এপ্রিল) ভোরের দিকে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরাইলের দাবি, আতশবাজি, লাঠি ও পাথর বহনকারীরা প্রবেশ করেছে মসজিদে। তাই ‘আন্দোলনকারীদের’ তাড়াতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। যদিও ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করায় মুসল্লিরা দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন।

মসজিদের বাইরে থাকা এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তিলাওয়াত করছিলাম। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে, একটি আমার বুকে আঘাত করেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অনেকের আহত হওয়ার খবর দিয়েছে। তবে কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। এক বিবৃতিতে তারা জানায়, ইসরাইল পুলিশ তাদের চিকিৎসকদের আল-আকসায় পৌঁছাতে বাধা দিচ্ছে। পুলিশের একজন মুখপাত্রে বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে।

একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি গোষ্ঠী হামাস ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘নজিরবিহীন অপরাধ’ বলে অভিহিত করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী আল-আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনি নাগরিকদের সেখানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মুসলিমদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসওভারের (বিশেষ উৎসব) সময় হওয়ায় আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দিতে তারা মসজিদে প্রবেশ করে। মুসলমানদের পবিত্র রোজার মাসে ইসরাইল অধিকৃত পুরাতন শহর পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা দেখা গেছে। আল-আকসা মসজিদে হাজার হাজার মুসলমান এই পবিত্র মাসে নামাজ পড়তে আসেন। জায়গাটি ইহুদিদের কাছেও পবিত্র। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। সূত্র- আলজাজিরা, এএফপি, দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button
error: