রাজ্য

সঞ্জয় সিংয়ের সাসপেনশনের বিরুদ্ধে সংসদে রাতভর ধর্না: বৈঠকের আহ্বান করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’

টিডিএন বাংলা ডেস্ক: আপ সাংসদ সঞ্জয় সিংয়ের সাসপেনশনের বিরুদ্ধে সোমবার রাতভর সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। এরপর, আজ মঙ্গলবার সংসদে বর্ষা অধিবেশনের চতুর্থ দিনে মণিপুর ইস্যুতে হট্টগোল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এবং আম আদমি পার্টি মণিপুর নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’ও বৈঠক ডেকেছে।]


উল্লেখ্য, গতকাল আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সংসদে মণিপুর নিয়ে আলোচনা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন। তিনি চেয়ারম্যান জগদীপ ধনখরের কাছে গিয়ে তর্ক শুরু করেন। এরপর তাঁকে পুরো বর্ষা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।

Related Articles

Back to top button
error: