HighlightNewsরাজ্য

কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এফআইআর বিজেপি বিধায়কের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: কল্যাণী এইমস-এর দুর্নীতি কাণ্ডে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে রানাঘাট থানায় এফআইআরও দায়ের হয়েছে। মামলায় নাম জড়ানো বিধায়কের নাম মুকুটমণি অধিকারী। তিনি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। অভিযোগকারী রানাঘাটের হবিবপুরের বাসিন্দা অজিত ঘোষ জানান, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে ফটো সমেত দু-কপি বায়োডাটা এবং আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন মুকুটমণি অধিকারী। ২০২১-এর বিধানসভা ভোটের আগে এই টাকা নিয়েছিলেন তিনি। বলেছিলেন, বিধানসভা ভোটে জিতলে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেবেন। কিন্তু ভোটে জিতলেও পরে আর যোগাযোগই রাখেননি তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, ইতিমধ্যে কল্যাণী এইমসের নিয়োগ-দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা’র। তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিআইডি। আর এবার কল্যাণী এইমস কাণ্ডে যুক্ত হল রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের নাম।

Related Articles

Back to top button
error: