HighlightNewsরাজ্য

কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তদন্তে সিআইডি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এমসে নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক চাকরি প্রার্থী। অভিযোগ এ রাজ্যের বিজেপি নেতারা প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় স্বজনদের চাকরি পাইয়ে দিয়েছেন ওই কল্যাণী এমসে। যার ফলে বঞ্চিত হয়েছেন প্রকৃত যোগ্য চাকরি প্রার্থীরা। ইতিপূর্বে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এমনই অভিযোগ জানিয়ে ছিলেন বিজেপিরই এক কর্মী। রাজ্য সরকারের একাধিক বিভাগে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি যখন রাজ্য সরকারের সমালোচনায় সরব। ঠিক তখন স্বয়ং বিজেপি নেতাদের বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ চাপে পড়েছে রাজ্য বিজেপি।

এই ঘটনায় প্রকৃত সত্যের সন্ধানে তদন্তে মাঠে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। তদন্তে নেমেই ইতিমধ্যে তদন্তকারীরা ওই হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মচারিদের সঙ্গে কথা বলেছেন। পিএসইউ সংস্থার মাধ্যমে যাদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রায় অর্ধেক প্রার্থীর নিয়োগ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। অনেক চাকরি প্রার্থীদের অভিযোগ, কল্যাণীর এমস হাসপাতালে নিয়োগের জন্য নেওয়া পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হল এবং চূড়ান্ত তালিকা কী ভাবে তৈরি হয়েছে, তা জানেনই না।

চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে তার পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য অনুসূয়াকে নোটিস পাঠালেও অনুসূয়া ঘোষ এদিন সিআইডির দপ্তরে হাজিরা দেননি। তিনি সময় চেয়েছেন বলে খবর। এছাড়া বিজেপির বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং দুই বিধায়ক, বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা সহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২০ মে সরিফুল ইসলাম নামে মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থী অভিযোগ দায়ের করেন কল্যাণী থানায়।

Related Articles

Back to top button
error: