HighlightNewsদেশ

“আমাকেও গ্রেফতার করুন”; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা মূলক পোস্টার শেয়ার করে মন্তব্য করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে আগেই সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র সরকার। এরপর গতকাল সারা দিল্লি জুড়ে ছেয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে “টিকা কেন বিদেশে পাঠানো হলো”, সেই প্রশ্নের পোস্টার। এই ঘটনা প্রকাশ্যে আস্তে তড়িঘড়ি সমস্ত পোস্টার সরিয়ে ফেলে দিল্লি পুলিশ এবং গতকাল কমপক্ষে ১২ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। আজ রবিবার সেই একই পোস্টার নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ওই পোস্টটা শেয়ার করে রাহুল গান্ধী লেখেন, “আমাকেও গ্রেফতার করো।”অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে নিজের প্রোফাইল পিকচারের বদলে ওই পোস্টারটি টিকে ব্যবহার করতে শুরু করেন।

প্রসঙ্গত, ১২ মে দিল্লির বিভিন্ন জায়গায় ওই পোস্টার লাগিয়ে রাখার খবর জানতে পারে দিল্লি পুলিশ। এরপর ১৩ মে সমস্ত পোস্টার সরিয়ে দেয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সমালোচনা মূলক ওই পোস্টার কাণ্ডে আজ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় রবিবার পর্যন্ত পঁচিশটি এফআইআর দায়ের হয়েছে। এই পোস্টার দিল্লির পূর্বাঞ্চলীয়, পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব— রাজধানীর ৪টি পুলিশ ডিভিশনের দেওয়ালে লাগানো হয়। হিন্দি ভাষায় ওই পোস্টার গুলিতে লেখা হয়,”মোদীজি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠিয়ে দিলেন?”

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ১৯ বছরের একটি ছেলে যে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, ৩০ বছরের একজন অটো ড্রাইভার এবং ৬১ বছরের এক দিন মজুর শামিল রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,উত্তর দিল্লিতে একটি এফআইআর করা হয় এবং ওই এফআইআর অনুযায়ী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির দাবি, তিনটে পোস্টার লাগানোর জন্য তাকে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। শাহদারায় আর একটি মামলা দায়ের করা হয়েছে, যেখান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ।

 

 

Related Articles

Back to top button
error: