HighlightNewsদেশ

জ্ঞানবাপিতে নামাজের জন্য এএসআই জরিপ বন্ধ: দুপুর ২:৩০ থেকে আবার শুরু হবে, দেয়াল স্ক্যান করেছে টিম; আজ সুপ্রিম কোর্টে শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার নামাজের কারণে জ্ঞানভাপিতে এএসআই জরিপ বন্ধ রয়েছে। নামাজ শেষ হলে আবার জরিপ শুরু হবে। এলাহাবাদ হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পরে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র টিম বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বারাণসীর জ্ঞানভাপি কমপ্লেক্সের জরিপ শুরু করে। ৪ ঘন্টা পর অর্থাৎ ১২টায় নামাজের জন্য জরিপ বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটা থেকে আবার জরিপ শুরু হবে। এবার এএসআই দলে ৬১ জন সদস্য রয়েছেন। মানে গতবারের চেয়ে ৪০ জন সদস্য বেশি।

উল্লেখ্য, জ্ঞানবাপি ক্যাম্পাসটি ৪টি ব্লকে বিভক্ত। চারদিকে ক্যামেরা বসানো হয়েছে। ভিডিওগ্রাফি করা হচ্ছে। জ্ঞানবাপির পশ্চিম দেয়ালে সর্বাধিক ফোকাস রয়েছে। দেয়ালের সূক্ষ্ম স্ক্যানিং করা হচ্ছে। নিদর্শন দেখা হচ্ছে। এদিন এএসআইকে নিয়ে মসজিদের ভেতরে যায় হিন্দু পক্ষ। তবে, মুসলিম পক্ষ এই সমীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকার করেছে।

এদিকে, জুমার নামাজকে সামনে রেখে রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জ্ঞানবাপির চারপাশে প্রচুর সংখ্যক বাহিনী মোতায়েন রয়েছে। বারাণসীর স্থানীয় আদালত এএসআইকে ৪ আগস্ট সমীক্ষা চালাতে এবং রিপোর্ট জমা দিতে বলেছিল কিন্তু, মুসলিম পক্ষ প্রথমে সুপ্রিম কোর্ট এবং তারপরে হাইকোর্টে পৌঁছেছে। এএসআই জরিপ চালাতে পারেনা এমন হলফনামা জমা দিয়ে আদালতে আরও সময় চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট এএসআইকে জ্ঞানভাপির বৈজ্ঞানিক সমীক্ষা করার অনুমতি দিয়েছে। বিচারপতি প্রীতঙ্কর দিবাকর বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে জরিপ জরুরি। এএসআই দেয়াল খনন না করে সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না এমন যুক্তিতে আমি কোনো যোগ্যতা দেখি না’। একইসঙ্গে, জরিপ বন্ধের জন্য আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে মুসলিম পক্ষ। আজ শুনানি হবে।

Related Articles

Back to top button
error: