HighlightNewsদেশ

মণিপুরে নৃশংস আচরণের অভিযোগে অসম রাইফেলসকে সরাল রাজ্য প্রশাসন

টিডিএন বাংলা ডেস্ক: মণিপুরের অধিবাসীদের সঙ্গে নৃশংস আচরণের অভিযোগে অসম রাইফেলসকে সরাল মণিপুরের রাজ্য প্রশাসন। মেইতেই অধ্যুষিত জেলাগুলির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অসম রাইফেলসের জওয়ানরা কুকি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাত করছেন। এই অভিযোগ জানিয়ে অসম রাইফেলসের জওয়ানদের সরিয়ে নেওয়ার দাবিতে সরব হয় একটি অংশ। এই পরিস্থিতিতে মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাং লামখাইয়ের একটি গুরুত্বপূর্ণ পুলিশ চৌকি থেকে সরিয়ে দেওয়া হল অসম রাইফেলসের জওয়ানদের।

মণিপুরের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই পুলিশ চৌকি থেকে অসম রাইফেলসের জওয়ানদের সরিয়ে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে সেখানে মোতায়েম করা হচ্ছে সিআরপিএফ জওয়ানদের। পাশাপাশি সেখানে মণিপুর পুলিশের আধিকারিকদেরও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অসম রাইফেলসের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, তারা মণিপুরে কোনও অন্যায় বা বেআইনি কাজ করেননি। বরং তারা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন।

Related Articles

Back to top button
error: