HighlightNewsরাজ্য

আজমের ছেলে আবদুল্লাহর বিধানসভা সদস্যপদ বাতিল: স্বার আসনে উপনির্বাচন ৬ মাসের মধ্যে; সাংসদ-বিধায়ক আদালতে দু’বছরের শাস্তি

টিডিএন বাংলা ডেস্ক: সমাজবাদী পার্টির নেতা আজম খানের পর এবার তাঁর ছেলে আবদুল্লাহ আজমের বিধানসভার সদস্যপদও বাতিল করা হয়েছে। বুধবার, উত্তরপ্রদেশের বিধানসভা সচিবালয় আবদুল্লাহ আজমের সোয়ার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।সোমবার মোরাদাবাদের সাংসদ-বিধায়ক আদালত ১৫ বছরের পুরনো মামলায় সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক আজম খান এবং তাঁর বিধায়ক পুত্র আবদুল্লাহ আজমকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। উভয়কে ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এই পরিস্থিতিতে ৬ মাসের মধ্যে স্বার আসনে উপনির্বাচন হবে।

প্রসঙ্গত, ২ জানুয়ারী, ২০০৮-এ, প্রাক্তন মন্ত্রী এবং রামপুরের প্রাক্তন বিধায়ক আজম খান তাঁর পরিবারের সাথে মুজাফফরনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় ছজলাট থানার সামনে গাড়ি চেকিংয়ের সময় আজম খানের গাড়ি থামায় পুলিশ। প্রতিবাদে, আজম এবং তাঁর ছেলে আব্দুল্লাহ, স্বার-টান্ডা বিধানসভা আসনের বিধায়ক, রাস্তায় ধর্নায় বসেন। এর ফলে সড়ক অবরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ায় হট্টগোল হওয়ার অভিযোগ রয়েছে।

Related Articles

Back to top button
error: