টিডিএন বাংলা ডেস্ক: ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণের সাথে চলমান বিতর্কের মধ্যেই এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রতিবাদী কুস্তিগীররা । ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ফোগাট ফিরে এসেছেন প্র্যাকটিস ম্যাটে। সোনিপতে অবস্থিত সাই সেন্টারে অনুশীলন শুরু করেছেন তাঁরা। ভিনেশ ফোগাট ৯ জুন অনুশীলনের জন্য কেন্দ্রে গিয়েছিলেন।
ভিনেশের খুর্তত দিদি গীতা ফোগাটও ট্রায়াল অনুশীলনের জন্য এখানে পৌঁছেছেন। গোন্ডায় জাতীয় চ্যাম্পিয়নশিপের পর ২০২১ সালের নভেম্বরে গীতা মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। আবার তিনি কুস্তিতে ফিরছেন। তার সঙ্গে রয়েছেন তাঁর রেসলার স্বামী পবন সারোহা।
প্রসঙ্গত, এশিয়ান গেমস চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে। গত বছর কোভিড-১৯-এর কারণে এই গেমগুলি স্থগিত করা হয়েছিল।