রাজ্য

বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ‘বাংলা পক্ষের’

টিডিএন বাংলা ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপির জন বারলা, সৌমিত্র খাঁ প্রমূখ নেতৃত্ব পশ্চিমবঙ্গ কে দুটি ভাগে বিভক্ত করার দাবি তুলছেন। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির বটতলার মোড়ে ‘বাংলা পক্ষের’ পক্ষ থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ‘বাংলা পক্ষের’ কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি,অরিন্দম বিশ্বাস। তারা বিজেপি নেতা সৌমিত্র খাঁ, জন বারলা প্রমুখ বাংলাকে বিভক্ত করার পক্ষে যে বক্তব্য দিচ্ছেন তার কঠোর সমালোচনা করেছেন। এছাড়া এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ‘বাংলা পক্ষের’ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “পাহাড় থেকে সমতল আমরা লড়ছি, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে আমরা কোন মতেই বাংলা থেকে বিরক্ত করতে দেব না।” উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই রাজনীতির ময়দান কে গরম করতে, বাংলাকে বিভক্ত করার পক্ষে বাংলার কয়েকজন বিজেপি নেতা প্রপোগান্ডা শুরু করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কখনো বিভক্ত করতে দিবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর দক্ষিণবঙ্গ সফরে গেলে তৃণমূল অভিযোগ করেন রাজ্যপাল বাংলা ভাগের ষড়যন্ত্রে লিপ্ত বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তাদের পরোক্ষ ইঙ্গিত ছিল রাজ্যপাল বাংলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত আছেন। যথারীতি এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তবে এরই মধ্যে বঙ্গ বিজেপির একাংশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা বাংলা ভাগের কঠোর বিরোধী। বঙ্গ বিজেপি বাংলা ভাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তারা জানিয়েছে।

Related Articles

Back to top button
error: