টিডিএন বাংলা ডেস্ক: বলিউডি অভিনেত্রী সানা খানের পর এবার ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জাবলেন ভোজপুরি অভিনেত্রী সাহার আফশা। ইসলামের জন্য নিজের অভিনয় জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাহার।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারাহ জানিয়েছেন, তিনি ইসলামের জন্য বিনোদন শিল্প ছেড়েছেন, কারণ তার পেশা তার ধর্ম অনুমোদন করে না। সারাহ একা নন। এর আগেও অনেক মুসলিম অভিনেত্রী ইসলামের জন্য তাঁদের কাজ অর্থাৎ অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেন সানা খান।
ইন্ডাস্ট্রি ছেড়ে ভোজপুরি অভিনেত্রী সাহার আফশা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আর এর সাথে যুক্ত থাকব না। আমি আমার বাকি জীবন ইসলামী শিক্ষা ও আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করব। অতীতে আমি যেভাবে জীবনযাপন করেছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
View this post on Instagram
ইনস্টাগ্রাম পোস্ট সাহার আফশা আরও লিখেছেন, “অসাধারণ সাফল্য এবং অর্থ পাওয়ার পরও আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ, শৈশবেও এমন জীবনের স্বপ্ন দেখিনি। এটা সব ঘটনাক্রমে ঘটেছে যে আমি এই ইন্ডাস্ট্রিতে এসে পড়ি এবং বেড়ে উঠতে থাকি। কিন্তু এখন এই সব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর হুকুম মোতাবেক বাকি জীবন কাটাতে মনস্থ করেছি। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে সৎ জীবন দেন। আমি আশা করি যে আমি এখন পর্যন্ত যে জীবন যাপন করেছি তার দ্বারা নয়, বরং যে জীবন আমি আরও বাঁচব তার দ্বারা আমি এই পৃথিবীকে জানতে পারব।”
সারাহর এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়েছেন সানা খান। প্রসঙ্গত, জাইরা ওয়াসিম এবং সানা খানের মতো অনেক অভিনেত্রীই মুসলিম হওয়ার প্রবণতার কারণ দেখিয়ে অতীতে শোবিজ ছেড়েছেন। সাহার আফশার এই পোস্টে মন্তব্য করে প্রাক্তন অভিনেত্রী সানা খান লিখেছেন, “মাশাআল্লাহ আমার বোন আপনার জন্য খুব খুশি। ঈশ্বর আপনাকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্যের সাথে আশীর্বাদ করুন এবং আপনি আপনার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করুন এবং মানবজাতির জন্য জাজিয়া-ই-খায়ের হয়ে উঠুন।”
উল্লেখ্য, এর আগে জাইরা ওয়াসিম ইসলামের প্রতি তার ধর্মীয় প্রতিশ্রুতি উল্লেখ করে ২০১৯ সালের জুন মাসে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। ২০২০ সালের অক্টোবরে, অভিনেত্রী সানা খান আল্লাহর প্রতি ভালোবাসার কথা বলে শোবিজ ছেড়ে দেন। এবার সাহার আফশা একই কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি ত্যাগ করলেন।
সম্প্রতি, পাকিস্তানি গায়ক আবদুল্লাহ কুরেশিও একই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ৬ অক্টোবর ২০২২-এ ঘোষণা করেন যে তিনি ইসলামের জন্য সঙ্গীত শিল্প ছেড়ে দিয়েছেন।