Highlightদেশ

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নদিয়ার হাঁসখালিতে জয়ী তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নদিয়ার হাঁসখালিতে জয়ী তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম হন দক্ষিণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল প্রার্থী কাজল মণ্ডল ও যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতি সমর মণ্ডল। শুক্রবার রাতে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী-সহ কয়েকজন নেতা, কর্মী। অভিযোগ, সেখানে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন বিজেপি কর্মী বিশ্বজিৎ পুণ্ডরী। তৃণমূল প্রার্থী ও যুব তৃণমূল নেতার ওপর চলে এলোপাথাড়ি কোপ। এতেই গুরুতর জখম হন তাঁরা। এই ঘটনার পর হাঁসখালি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে সপরিবারে ফেরার অভিযুক্ত বিজেপি কর্মী। অন্যদিকে, অভিযুক্তের দলীয়-যোগ উড়িয়ে বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে তৃণমূলে যোগ দেয়, আমাদের সঙ্গে সম্পর্ক নেই।

Related Articles

Back to top button
error: