HighlightNewsদেশ

গুজরাটে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, ১৫৮টি আসন নিয়ে জয়ের রেকর্ড তৈরি করতে চলেছে গেরুয়া শিবির

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটে ঐতিহাসিক জয়লাভের পথে বিজেপি। গণনার ট্রেন্ড অনুসারে, বিজেপি ১৮২টি আসনের মধ্যে ৬২টি জিতেছে এবং ৯৬টিতে এগিয়ে রয়েছে। এই ট্রেন্ড ফলাফলে রূপান্তরিত হলে, বিজেপি ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসনে জয়ের রেকর্ড ভেঙে দেবে।

প্রসঙ্গত, মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে ১৯৮৫ সালের নির্বাচনে কংগ্রেস ১৪৯টি আসন জিতেছিল। দেড়শ পেরিয়ে কংগ্রেসের সবচেয়ে বড় জয়ের সেই রেকর্ড ভাঙতে চলেছে বিজেপি। ২০০২ সালের নির্বাচনে বিজেপি ১২৭টি আসন জিতেছিল, সেসময় নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, এবারের নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, ভূপেন্দ্র ভাঙবেন নরেন্দ্রের রেকর্ড। ভোটের ফলাফলে মোদীর সেই দাবি কার্যত সত্যি হতে দেখা যাচ্ছে। এদিকে, ট্রেন্ড জোট এগোচ্ছে, ততই উৎসবের আমেজে গা ভাসাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। আহমেদাবাদের বিজেপি অফিস ‘কমলম’-এ দলীয় কর্মীরা ইতিমধ্যেই নাচ ও মিষ্টি বিতরণ শুরু করেছেন।

বর্তমান ট্রেন্ড অনুসারে, গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ১৫৮টিতে একতরফা লিড নিয়েছে বিজেপি। কংগ্রেস ৯টি আসনে এগিয়ে রয়েছে এবং জিতেছে ৭টি আসনে। অন্যদিকে, আম আদমি পার্টি ৩টি আসনে এগিয়ে রয়েছে এবং দুটি আসন জিতেছে। স্বতন্ত্র সহ অন্য প্রার্থীদের ৩টি আসনে জিততে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টার আগে পোস্টাল ব্যালট গণনার আধা ঘণ্টা পর ইভিএম থেকে গণনা শুরু হয়। জামনগর থেকে বিজেপির রেওয়াবা, আহমেদাবাদ থেকে সিএম ভূপেন্দ্র প্যাটেল, ভিরামগাম থেকে বিজেপির হার্দিক প্যাটেল বড় আসনে এগিয়ে রয়েছেন। বিজেপির এগিয়ে যাওয়া দেখে দলীয় সমর্থকরা উৎসব করতে শুরু করেছেন।

সূত্রের খবর, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। গুজরাট বিজেপির প্রধান সিআর পাটিল জানিয়েছেন যে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ১২ ডিসেম্বর দুপুর ২টোয় শপথগ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, গুজরাট বিধানসভা নির্বাচনের আদেশ এখন স্পষ্ট, এখানকার মানুষ গুজরাটের এই উন্নয়ন যাত্রা চালিয়ে যাওয়ার জন্য তাদের মন তৈরি করেছে যা দুই দশক ধরে চলছে। এখানকার মানুষ আবারও বিজেপির প্রতি অটুট বিশ্বাস দেখিয়েছে।

Related Articles

Back to top button
error: