HighlightNewsদেশ

২০২৪ লোকসভা নির্বাচনের জন্য দক্ষিণের ৫ রাজ্যের ১২৯ আসনে বিজেপির নজর

টিডিএন বাংলা ডেস্ক: ২০২৪ সালের নির্বাচনী লড়াইয়ের জন্য দক্ষিণের পাঁচ রাজ্যে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। উল্লেখ্য, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্র এবং তামিলনাড়ুতে ১২৯টি লোকসভা আসন রয়েছে। এখানে বিজেপি সঙ্ঘের পটভূমির মুখ, ঐতিহ্যবাহী রাজবংশীয় দলগুলির অসন্তুষ্ট নেতাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অরাজনৈতিক প্রতিভার জনপ্রিয়তার সুযোগ নেওয়ার কৌশল অনুসরণ করছে বিজেপি। হায়দরাবাদে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে মিশন দক্ষিণের এই রোডম্যাপ নির্ধারিত হয়। এবার সেই রোডম্যাপ অনুসরণ করেই শুরু হয়েছে বিজেপির প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির মিশন দক্ষিণে কেসিআর এবং স্ট্যালিনের কথা মাথায় রেখে ৬ মাসের ব্যবধানে তিনটি ধাপে ১৮ মাসকে ভাগ করে প্রচার প্রক্রিয়া চালাবে বিজেপি। উত্তরে বৃদ্ধির স্যাচুরেশনের পরে, এবার দক্ষিণে জমি তৈরি করতে মরিয়া বিজেপি। এই কৌশলের অধীনে বিজেপি কেরালা থেকে পিটি ঊষা, অন্ধ্র থেকে বিজয়েন্দ্র প্রসাদ, কর্ণাটক থেকে বীরেন্দ্র হেগড়ে এবং তামিলনাড়ু থেকে ইলাইয়া রাজাকে পাঠিয়েছে। মিশন দক্ষিণে বিজেপির প্রধান লক্ষ্য তেলঙ্গানায় টিআরএস নেতা কেসিআর এবং তামিলনাড়ুতে ডিএমকে নেতা এমকে স্ট্যালিন।

Related Articles

Back to top button
error: