টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষাক্ত সাপের মত বর্ণনা করেছিলেন। মোদিকে এভাবে বিষধর সাপের সাথে তুলনা করে মন্তব্য করার জন্য কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। হাভেরিতে এক জনসভায় খাড়গে বলেছিলেন, ‘মোদি বিষাক্ত সাপের মতো। আপনি ভাববেন এটা বিষ কি না, কিন্তু স্বাদ গ্রহণের সাথে সাথে আপনি মারা যাবেন।’
খাড়গের এই বিবৃতির বিরোধিতা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বলেন, ‘সোনিয়া গান্ধীও মোদীকে মৃত্যুর ব্যবসায়ী বলেছেন। এই বক্তব্যের পর গুজরাটে কংগ্রেসের কী হয়েছিল তা সকলেই জানেন।’
এদিকে, এই নিয়ে বিতর্ক বাড়ার সঙ্গে সঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন খাড়গে। তিনি বলেন, ‘আমি মোদীকে বিষাক্ত সাপ বলিনি, কিন্তু তাঁর আদর্শকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছি। তবুও আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।’
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, খাড়গের মনে বিষ আছে। এটি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির প্রতি একটি পক্ষপাতমূলক মন। এই চিন্তা হতাশা থেকে বেরিয়ে এসেছে, কারণ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘এই কথাগুলি খাড়গেজির হতে পারে, কিন্তু এই বিশ্বাস, এই বিষ গান্ধী পরিবার থেকে ছড়ানো হচ্ছে। এটা প্রথমবার নয় যে কোনও কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী মোদিকে অবমাননাকর মন্তব্য করেছেন। এমন মন্তব্য করে তিনি নিশ্চিত করেছেন কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের পরাজয় নিশ্চিত।’