Highlightরাজ্য

চিন্তা বাড়বে বিজেপির! বাংলায় কমপক্ষে ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বঙ্গ নেতারা আগেই ঘোষণা করেছিলেন একশো আসনে লড়াই করবে শিবসেনা। এবার পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। টুইট করে তিনি জানান, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, একুশের বাংলা নির্বাচনে লড়বে হিন্দুত্ববাদী দল। টুইটের শেষে জয় হিন্দ, জয় বাংলা লিখেছেন রাউত। তবে অনেকে বলছেন, শিবসেনার এই রাজনৈতিক চালে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে পুরাতন বন্ধু বিজেপির।
কেন্দ্রীয় নেতার টুইটের পরেই রাজ্য শিবসেনা কর্তাদের কাছে ফোন করে দলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন দলটির এক রাজ্য নেতা।
জানা গেছে, বাঙালি জাতি,ভাষা অর্থাৎ বঙ্গ আবেগ নিয়েই রাজনীতি করবে শিবসেনা। মহারাষ্ট্র দখলের পর বাংলার দিকে নজর দলটির। আর তাই হিন্দুদের পাশাপাশি বাংলা ভাষা, বাঙালি জাতি সত্তার জাগরণকে ইস্যু করে আগামী ২০২১ সালের নির্বাচনে একশো আসনে প্রার্থী দেবে শিবসেনা। দলটির রাজ্য সম্পাদক অশোক সরকার সোমবার এই প্রতিবেদককে জানান, উদ্ভব ঠাকরে, আদিত্য ঠাকরে সকলেই প্রচারে আসবেন। আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে।
তাহলে মহারাষ্ট্রের বাইরেও রাজনীতি করবে শিবসেনা? অশোক সরকারের জবাব,দেশে ফ্যাসিবাদী সরকার চলছে। বিজেপি দেশের শত্রু,তাদের বিরুদ্ধে লড়তে হবে।
কিন্তু কোন কোন ইস্যুতে লড়বে শিবসেনা? অশোক সরকার জানান, মূলত বাংলার মানুষদের চাকরি,ভাষা সংরক্ষণ, অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা বাধ্যতামূলক করার বিষয়গুলি উঠবে। বাংলায় চাকরি করতে হলে বাংলা জানতে হবে। বাংলা ভাষায় রাজ্যপালকেও কথা বলতে হবে। বাংলায় বাঙালিদের চাকরিতে সংরক্ষণ দরকার।
শিবসেনার রাজ্য সম্পাদক আরও বলেন, আগামী বিধানসভা নির্বাচনে একশোটি আসনেই শক্তি খরচ হবে। ফলে দল সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে। বহু বিজেপি সহ বিভিন্ন দল থেকে বহু লোক শিবসেনায় যোগ দিচ্ছেন।
কিন্তু বিজেপি ক্ষমতায় যদি আসে তাহলে বাংলার কী হবে? শিবসেনার সম্পাদক বলছেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সর্বনাশ হবে। ওরা দেশটাকে শেষ করছে,বাংলাও শেষ হবে।
তবে অনেকে বলছেন, শিবসেনা যদি বাংলার নির্বাচনে লড়াই করে তবে চিন্তা বাড়বে বিজেপির। কেননা,হিন্দুত্বের এজেন্ডা নিয়ে যখন বিজেপি লড়বে তখন শিবসেনাও হিন্দুত্বের তাস খেলবে।
তবে অশোক সরকার বলছেন, কার লাভ হল,কার ক্ষতি হল সেটার চেয়ে বড় কথা দেশের কী হবে,বাংলার কী হবে,মানুষের কী হবে। বিজেপি বাংলার জন্য ক্ষতিকর।

Related Articles

Back to top button
error: