রাজ্য

দুবরাজপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, গ্রেপ্তার দলেরই বুথ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূমের দুবরাজপুর এর বিজেপি কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল। মৃত বিজেপি কর্মী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দলেরই বুথ সভাপতি কে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি কে বুধবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এদিকে বিজেপি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিয়ে সিট গঠন করে ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছে।

বীরভূমের দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েতের ফকির বেড়া গ্রামের বিজেপির বুথ কর্মী প্রতিহার ডোমের খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন দলেরই বুথ সভাপতি দুলাল ডোম। মৃত বিজেপি কর্মীর স্ত্রী জয়শ্রী ডোমের অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে এদিন আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে নয় দিনের হেফাজত চাওয়া হয়েছিল।

Related Articles

Back to top button
error: