HighlightNewsরাজ্য

৪ বিধানসভা এলাকায় শুরু হল উপনির্বাচন

টিডিএন বাংলা ডেস্কঃ খড়দা, গোসাবা, শাস্তিপুর ও দিনহাটা এই ৪ বিধানসভা আসনে আজ শুরু হল উপনির্বাচন। পুরভোটের আগে আজ শনিবার ফের এক মহারণে মুখোমুখি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক শিবির। নির্বাচন কমিশনের দাবি, সমস্ত কোভিড বিধি মেনেই ভোটের আয়োজন করা হয়েছে। অবাধ ভোটের জন্য চার কেন্দ্রে ১২ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবারই ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এই উপনির্বাচন মূলত তৃণমূলের ও বিজেপির ক্ষমতা পরীক্ষার লড়াই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আগের বিধানসভা ভোটে এই চারটির মধ্যে শাস্তিপুর ও দিনহাটা আসনে বিজয়ী হয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। আর খড়দা ও গোসাবা আসনে জিতেছিলেন শাসকদল তৃণমূলের দুই প্রার্থীরা।

বিজেপি বিধায়কের ইস্তফা এবং তৃণমূল বিধায়কদের অকাল মৃত্যুর ফলেই চার আসনে উপনির্বাচন হচ্ছে। চার আসনেই জেতার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা করেছে শাসক দল। বিজেপি মুখরক্ষার তাগিদে তাদের ঝুলিতে থাকা দুই আসন ধরে রেখতে মরিয়া। খড়দা আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে ভবানীপুর আসন থেকে জিতেছিলেন তিনি। পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসনে পারেন, তার জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। দিনহাটা আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। শান্তিপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন ব্রজকিশোর গোস্বামী। গোসাবায় তৃণমূল প্রার্থী মন্ত্রী সুব্রত মণ্ডল। অন্য দিকে খড়দাতে বিজেপির প্রার্থী হলেন, জয় সাহা। দিনহাটার বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়ক অশোক মণ্ডল। শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। গোসাবায় বিজেপির প্রার্থী পলাশ রানা।

শাস্তিপুর কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৫৫। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩ জন। তার মধ্যে স্পর্শকাতর বুথ কুড়ি শতাংশ। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী – সহ রাজ্য পুলিশ থাকবে ভোটারদের নিরাপত্তা রক্ষায়। দিনহাটা কেন্দ্রে মোট বুথ ৪১৭ টি। স্পর্শকাতর বুথ ৫১ টি। ২০৯ টি বুথে সিসিপটিভির ব্যবস্থা থাকছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গোসাবায় বুথের সংখ্যা ৩৩০ প্রতিটি বুথেই থাকছে সিসিটিভি।

Related Articles

Back to top button
error: