HighlightNewsদেশ

বিচারপতি ভেঙ্কটনারায়ণকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড় শুক্রবার বিচারপতি এস ভেঙ্কটানারায়ণ ভাট্টিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। এবার, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২। এর আগে, দুজন নতুন বিচারপতি নিয়োগ করা হয়। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সিনিয়র অ্যাডভোকেট কালপতি ভেঙ্কটারমন বিশ্বনাথনকে কলেজিয়াম পদ্ধতির সুপারিশের পর সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর, মঙ্গলবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বার। ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আপনি আসতে একটু সময় নিয়েছেন, তাও আসার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি ওয়াসিম ওয়াসিম বেরেলভীর শের আবৃত্তি করে বলেন, পৃথিবীতে রোজ রোজ চাঁদ কোথায় নামে।

Related Articles

Back to top button
error: