HighlightNewsদেশ

করোনা মোকাবিলায় সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাসপাতালের শয্যা সংখ্যা ভ্যাকসিনের জোগান বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে পশ্চিমবঙ্গে প্রতিদিন ১০ হাজারদৌস রেমডিসিভির লাগবে বলেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আজই কেন্দ্রের তরফ থেকে রাজ্যে ১ লক্ষ্য কোভ্যাকসিন পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরো ৪ এসে পৌঁছনোর কথা রাজ্যে। কেন্দ্রের তরফে রাজ্যে এই পাঁচ লক্ষ ডোজ পাঠানো হচ্ছে। তবে, রাজ্য সরকারও কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দু’ রকম ভ্যাকসিনের বরাত দিয়েছে। তবে তা এখনও রাজ্যে এসে পৌঁছয়নি।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে এসে কোভিড নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতালের বেডের সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি আরো বলেন, রাজ্যে এই মুহূর্তে ২৭ হাজার আইসিইউ-এর বেড আছে। যা খুব শীঘ্রই বাড়িয়ে ৩০ হাজার করে দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: