টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার মণিপুরের চুরাচাঁদপুরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের। তার আগে, বৃহস্পতিবার যে স্থানে তাঁর এই কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে কিছু লোক ভাঙচুর করে। জানা গিয়েছে, উত্তেজিত জনতা অনুষ্ঠানের জায়গায় আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। আন্দোলনকারীরা চেয়ার ভেঙে মঞ্চ পুড়িয়ে দেয়।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, যারা এই বিক্ষোভ দেখায়, তাদের নেতৃত্ব দিচ্ছে স্বদেশী জনজাতীয় মঞ্চের নেতারা। এই দল বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সিদ্ধান্তের অধীনে, আদিবাসীদের জন্য সংরক্ষিত বনাঞ্চলের একটি সমীক্ষা চালানো হবে। এই আদেশের অজুহাতে জনজাতীয় মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে গীর্জা ভেঙে ফেলার অভিযোগ করেছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের থামাতে পুলিশ লাঠিচার্জ করে। সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রশাসন চুড়াচাঁদপুর জেলায় ১৪৪ ধারা জারি করেছে এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এলাকায় ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হামলা যে সময় ঘটে, সেইসময় উপজাতীয় নেতাদের একটি ফোরাম সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরো চুরাচাঁদপুর বনধের ডাক দিয়েছিল।