টিডিএন বাংলা ডেস্ক : মঙ্গলবার ভারত জোড়া যাত্রা উত্তর প্রদেশে প্রকাশ করবে। এর মাঝে বিস্ময়কর ভাবে অযোধ্যাযর রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর আশীর্বাদ জানিয়েছেন।
তিনি বলেন, আপনারা দেশের জন্য যা কিছু কাজ করছেন তা সবার উপকারের জন্য। আমার আশীর্বাদ আপনার সাথে রয়েছে, এ কথা তিনি যুব কংগ্রেসের গৌরব তেওয়ারির মাধ্যমে এক চিঠিতে রাহুলকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘প্রভু রামের আশীর্বাদ আপনার (রাহুল গান্ধী) সঙ্গে রয়েছে।”
এদিকে হনুমান গড়ির পুরোহিত রাজু দাস বলেন, “এটা তাঁর ব্যক্তিগত মতামত। সত্যেন্দ্র দাসের সঙ্গে আমরা একমত নই। কংগ্রেস সবসময়ই হিন্দু-বিরোধী।”
উত্তর প্রদেশে রাহুলের ভারত জোড়া যাত্রার প্রস্তুতি চলছে, আজ যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করবে এবং ৫ জানুয়ারি হরিয়ানায় যাওয়ার আগেও ১২০ কিমি পথ অতিক্রম করবে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে যাত্রা শুরুর আগে বিজেপি বিরোধী নেতাদের অনেকে যাত্রায় অংশগ্রহণ করার জন্য চিঠি দিয়েছিল কংগ্রেস। তাদের মধ্যে কয়েকজন থাকার সম্ভাবনা রয়েছে।
কংগ্রেসের নেতারা এই যাত্রা নিয়ে বেশ আত্মবিশ্বাসী যে তারা মনে করে যাত্রা দলের কর্মীদের চাঙ্গা করবে এবং কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের ‘অপশাসন’ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।