Highlightদেশরাজ্য

কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের মেয়ের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডির

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য সরকারের একাধিক বিভাগে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে যা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা কল্যাণী এইমসের নার্সিং কলেজের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই মামলায় এবার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভবানী ভবনের অফিসে ডেকে পাঠাল সিআইডি। তার বিরুদ্ধে মেয়েকে কল্যাণী এইমসে নিয়োম বহির্ভূত ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিতে নীলাদ্রিশেখরের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি দুর্নীতি করে মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে চাকরি পাইয়ে দিয়েছেন। সেই ঘটনার পর কল্যাণী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles

Back to top button
error: