HighlightNewsরাজ্য

মুর্শিদাবাদে দলীয় প্রতীকের ফর্ম জমা দিতে এসে আক্রান্ত কংগ্রেস নেতাকর্মীরা, অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আজ মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে বি-ফর্ম দলীয় প্রতীকের জন্য প্রার্থীদের ফর্ম জমা দিতে এসে আক্রান্ত হলেন কংগ্রেসের ব্লক সভাপতি, মহকুমা সভাপতি সহ একাধিক নেতৃত্ব। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে মুর্শিদাবাদ কংগ্রেস। অভিযোগ এদিন ব্লক অফিসের সামনে কংগ্রেসের ব্লক সভাপতি আজাদ মল্লিকের কাছে থেকে বি-ফর্ম কেড়ে নেওয়া হয়। এছাড়াও মহকুমা সভাপতি সফিউল আলম খান সহ একাধিক নেতৃত্বকে মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের তীর সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের সামনেই কংগ্রেসের নেতাকর্মীদের মারধোর করছে একদল দুষ্কৃতী। তাদের কাগজ পত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতেও দেখা গিয়েছে। যদিও পুলিশ ওই আক্রান্ত কংগ্রেস নেতাকর্মীদের রক্ষা করার চেষ্টা করেন।

উল্লেখ্য যে, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় সংঘাত। তবে সব থেকে বেশি সংঘর্ষের খবর এসেছে দক্ষিণ ২৪ পরগণা ও মুর্শিদাবাদ থেকে।

Related Articles

Back to top button
error: