HighlightNews

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সিপিএম-তৃণমূলের, ইটের আঘাতে মাথা ফাটল ওসির

টিডিএন বাংলা ডেস্ক: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূলের সংঘর্ষে উত্তাল বর্ধমান জেলার বড়শুল এলাকা। আর সেই সংঘর্ষ থামাতে গিয়ে মূহুর্মূহু উড়ে আশা ইটের আঘাতে মাথা ফাটল শক্তিগড় থানার ওসির। সোমবার বর্ধমান জেলার বড়শুলে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে মনোনয়ন জমা দিতে ২টি গাড়িতে করে সিপিএমের প্রার্থী ও সমর্থকেরা যাচ্ছিল বিডিও অফিসে। অভিযোগ পথিমধ্যেই সিপিএমের প্রার্থী ও সমর্থকদের উপরে হামলা চালায় তৃণমূলের বাহিনী। এরফলে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার ওসি দীপক সরকার। পুলিশ সিপিএম-তৃণমূলের এই সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছিল। কারণ উভয় পক্ষ তখন একে অপরের দিকে ছুঁড়ছে ইঁট ও পাথর। এমন সময় একটি ইঁট এসে লাগে শক্তিগড় থানার ওসির মাথায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আরও একজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

সোমবার বর্ধমানের বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাঁধে। সেখানে ইট বৃষ্টিও শুরু হয়। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা বড়শুল মোড়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও কার্যত অসহায় হয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই পুলিশ কর্মী জখম হন। ওই দু’জনের মধ্যে শক্তিগড় থানার ওসি দীপক সরকারও রয়েছেন। ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের রাজনৈতিক পরিচিয় স্পষ্ট করে জানানো হয়নি।

এদিনে সকালে দুটি ম্যাটাডোর ভাড়া করে বিডিও অফিস মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বড়শুল দু’নম্বর ব্লকের সিপিএম কর্মীরা। সেই সময় বড়শুল মোড়ে তাদের পথ আটকায় একদল তৃণমূলকর্মী। শুরু হয় গন্ডগোল। দুপক্ষের বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। ক্রমেই রণক্ষেত্রের চেহারা নিতে থাকে এলাকা। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। সঙ্গে লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষই। শক্তিগড় থানার ওসি দীপক সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করে। সেই সময় একটি ইটের টুকরো উড়ে এসে লাগে দীপকবাবুর মাথায়। এই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করে সিপিএম কর্মীদের অভিযোগ, মনোনয়ন দিতে গেলে রাস্তা আটকে বাধা দিচ্ছে তৃণমূলকর্মীরা।

Related Articles

Back to top button
error: