রাজ্য

মুর্শিদাবাদে চলন্ত সরকারী বাসে দাউদাউ করে আগুন, কোনরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: যাত্রীবাহী চলন্ত বাসে দাউদাউ করে আগুন! বুধবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের নবগ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়। বাস থেকে নেমে কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন রানাঘাট থেকে মালদার দিকে যাচ্ছিলো যাত্রীবাহী বাসটি। হঠাতই নবগ্রাম পলসন্ডা এলাকায় বাসটির ইঞ্জিনে আগুন লাগে। বিষয়টি নজরে আসতেই আতঙ্কে যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ধূলিস্যাট হয়ে যায় বাস। সকল যাত্রীর সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়।

এক যাত্রী জানান, আজ সকালে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে, একটি সরকারি স্টেট বাসে। হঠাতই ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তায় বাসটির ইঞ্জিনে ভয়াবহ আগুন লাগে। কেউ দরজা দিয়ে আবার কেউ জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। আমাদের কাছে থাকা ব্যাগ বাসের মধ্যেই থেকে যায়। ব্যাগের মধ্যে থাকা আধার কার্ড, ভোটের কার্ড, কিছু টাকা সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায়।

Related Articles

Back to top button
error: